ঢাকা     শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১২ ১৪৩২

কোটা সংস্কার আন্দোলন

পবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৮, ১৬ জুলাই ২০২৪  
পবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

সারাদেশের ছাত্রসমাজের ওপর হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে ক্যাম্পাসের টিএসসির সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ক্যাম্পাস ও  দুমকি নতুন বাজার প্রদক্ষিণ করে ক্যাম্পাসের জয়বাংলা চত্বরে গিয়ে শেষ হয়। 

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী খালিদ হাসান মিলু, হাসিবুল এলাহী, ৩য় বর্ষের ছাত্র নুরুন্নবী সোহান ও অনিরুদ্ধ সরকার জয় প্রমুখ। 

শিক্ষার্থী খালিদ হাসান মিলু বলেন, ‘আমরা কোটা বাদ দিতে বলিনি। আমরা সংস্কার চেয়েছি। এতে ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানের শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। এ হামলার তীব্র নিন্দা জানাই এবং এর জবাব চাই। কোটা সংস্কার করা না হলে আমাদের এ আন্দোলন চলবে।’ 

নুরুন্নবী সোহান বলেন, ‘আমাদের সহপাঠীদের কেন আহত করা হয়েছে তার জবাব চাই। একই সাথে কোটা সংস্কারও করতে হবে।’

ইমরান/সনি

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়