ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

ক্যাম্পাস ছেড়ে সড়কে শাবিপ্রবি শিক্ষার্থীরা

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৮, ১৬ জুলাই ২০২৪  
ক্যাম্পাস ছেড়ে সড়কে শাবিপ্রবি শিক্ষার্থীরা

এক দফা দাবি আদায়ে এবং সারাদেশে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেইট অতিক্রম করে তারা সিলেট-সুনামগঞ্জ সড়কে অবস্থান নেন। সন্ধ্যা ৬টা পর্যন্ত শিক্ষার্থীরা সড়কে অবস্থান করছিলেন। সেখানে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

এর আগে, শাবিপ্রবি’র গোল চত্বরে সমাবেশ করেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। শাবিপ্রবি শাখার সমন্বয়ক ও রসায়ন বিভাগের শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিফের সভাপতিত্বে সেখানে সমাবেশে অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু ঢাবি, জবি, চবি, কুবিসহ বিভিন্ন বিশ্বিবিদ্যালয়ে আমাদের ভাই বোনদের আহত করা হচ্ছে। আমরা আগেও বলেছি আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ফিরে যাব না। 

আরো পড়ুন:

নূর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়