ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৮, ১৬ জুলাই ২০২৪   আপডেট: ১৮:৪০, ১৬ জুলাই ২০২৪
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা সরে যাওয়ার ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যান চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে এই মহাসড়কে স্বাভাবিক গতিতে চলতে শুরু করে বিভিন্ন ধরনের পরিবহন।

এর আগে, বিকেল ৪টার দিকে মহাসড়কের কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোড এলাকা অবরোধ করেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন: কুমিল্লায় আন্দোলনকারীদের হাতে পুলিশের গাড়ি ভাঙচুর 

স্থানীয়রা জানান, আজ বিকেল ৪টার দিকে দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় পুলিশের অবস্থান লক্ষ্য করে ইট নিক্ষেপ করেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। এসময় তারা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেন। গাড়িতে থাকা ৪ পুলিশ সদস্য আহত হন। এছাড়া আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ময়নামতি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার বলেন, দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এ কারণে মহাসড়কে প্রায় ২৫ কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়েছিলো। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।
 

রুবেল/মাসুদ

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়