ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

বান্দরবানে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল, ছাত্রলীগের ধাওয়া

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৬, ১৬ জুলাই ২০২৪  
বান্দরবানে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল, ছাত্রলীগের ধাওয়া

কোটা সংস্কারের দাবিতে বান্দরবানে মানববন্ধন ও মিছিল করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে জেলা প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সায়মা রহমান পায়েল বলেন, ‘ঢাকায় কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে। এ ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি। একই সঙ্গে সরকারের কাছে কোটা সংস্কারের দাবি জানাচ্ছি।’ 

শিক্ষার্থীরা জানান, মানববন্ধন শেষে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল বের করেন। মিছিলটি ট্রাফিক মোড় প্রদক্ষিণ করার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া করেন। পরে হামলাকারী ছাত্রলীগের কর্মীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে সমাবেশ করেন।

আরো পড়ুন:

জেলা ছাত্রলীগের সভাপতি পুলু মারমা বলেন, মানববন্ধনের পর অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ঢুকে পড়ে। তারা দেশ বিরোধী স্লোগান দিতে থাকে। আমরা তাদের থামাতে এগিয়ে যাই। তখন জেলার আইনশৃঙ্খলা কাজে নিয়োজিত পুলিশ সদস্যরা দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চাইমং/মাসুদ

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়