ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

ফেনীতে রেলপথ অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৯, ১৬ জুলাই ২০২৪  
ফেনীতে রেলপথ অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ফেনীতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা।

শনিবার (১৬ জুলাই) বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত শহরের গুদাম কোয়ার্টার সংলগ্ন রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এসময় তাদের বিভিন্ন স্লোগান দিতে শোনা গেছে।

ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী রেদোয়ান হাবিব বলেন, কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে আমাদের এ কর্মসূচি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। 

ফেনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, শিক্ষার্থীরা রেলপথে দাঁড়ানোর পর পুলিশ সেখানে অবস্থান নেয়। দেড় ঘণ্টা পর কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। 

সাহাব/মাসুদ

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়