কোটা সংস্কার আন্দোলন
পরিচয় মিলেছে চট্টগ্রামে কোটা আন্দোলনে নিহত ৩ জনের
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
বাঁয়ে আকরাম, মাঝে শান্ত, ফারুকের স্ত্রী ও স্বজনদের আহাজারি
কোটা সংস্কার আন্দোলনে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় রক্ষক্ষয়ী সংঘর্ষে নিহত তিন জনের পরিচয় মিলেছে। এদের মধ্যে একজন দোকান কর্মচারী। অপর দুই ছাত্রের মধ্যে একজন ছাত্রদল নেতা। স্বজন ও দলীয়সূত্রে তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক ইদ্রিস আলী জানান, কোটা আন্দোলনের শুরু থেকেই রাজপথে ছিলেন চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ওয়াসিম আকরাম। আকরাম একজন ছাত্রদল নেতা। তিনি ছাত্রদলের রাজনৈতিক কর্মসূচিতেও সক্রিয়।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে মুরাদপুরে ছাত্রলীগের সাথে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ওয়াসিম আকরাম। আকরামের গ্রামের বাড়ি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায়।
এদিকে দুপুরে মুরাদপুরের কর্মস্থল থেকে নিজ বাসায় ভাত খেয়ে কর্মস্থলে ফিরছিলেন একটি ফার্নিচার দোকানের কর্মী মোহাম্মদ ফারুক। ফেরার পথে সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ফারুক।
ফারুকের স্ত্রী সীমা আক্তার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আহাজারী করতে করতে বলেন, ‘আমার স্বামী সুস্থ মানুষ সকালে কর্মস্থলে যান। দুপুরে নিকটস্থ বাসায় ভাত খেতে এসেছিলেন। ভাত খেয়ে আবার বিকেল সাড়ে তিনটার দিকে কর্মস্থলে ফিরে যাওয়ার সময় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান।’ ফারুকের একটি শিশু সন্তান রয়েছে। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়।
নিহত অপরজন ফয়সাল আহমেদ শান্ত। তিনি চট্টগ্রাম বাকলিয়া সরকারি কলেজের ছাত্র। মুরাদপুর এলাকায় ছাত্রলীগের সাথে মুখোমুখি সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান ফয়সাল।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসা আহতদের মধ্যে তিনজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন। তিনজনই গুলিবিদ্ধ ছিল।
এছাড়া আহত প্রায় ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অনেকেই মাথায় আঘাতপ্রাপ্ত। আহতদের মধ্যে অন্তত দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
রেজাউল করিম/সনি
- ৮ মাস আগে মাথায় গুলি নিয়েই মারা গেলেন জুলাই যোদ্ধা হৃদয়
- ০ মাস আগে একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা হাফিজুলের বাবা
- ১ মাস আগে ৮ গুলি শরীরে নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন সুজন
- ৩ মাস আগে ‘সন্তান হত্যার ভিডিও দেখা নরকসম কষ্টের’
- ৩ মাস আগে ‘দেশ স্বাধীন হবেই, প্রয়োজনে শহিদ হব’
- ৪ মাস আগে নিহত তাওহীদকে শহিদ স্বীকৃতি দিতে পরিবারের দাবি
- ৪ মাস আগে আবু সাঈদ হত্যা মামলা পিবিআইতে স্থানান্তর
- ৪ মাস আগে ফরিদপুরে গ্রেপ্তার ৬৫ জন জামিনে মুক্ত
- ৪ মাস আগে যবিপ্রবিতে বিবৃতি দিয়ে ‘গণপদত্যাগ’ করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা
- ৪ মাস আগে ফরিদপুরে আওয়ামী লীগ ও যুবলীগ কার্যালয়ে আগুন
- ৪ মাস আগে ধামরাইয়ে আন্দোলনকারী-আওয়ামী লীগের সংঘর্ষ, আহত ৭
- ৪ মাস আগে সরকারের পতন এখন সময়ের ব্যাপার: মিনু
- ৪ মাস আগে এক দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীরা
- ৪ মাস আগে ফরিদপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ২ ছাত্রলীগ নেতার পদত্যাগ
- ৪ মাস আগে ঝালকাঠিতে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, আহত ১৫