ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

চট্টগ্রামে নিহত ৩ জনের লাশ হস্তান্তর, ১ লাখ টাকা করে সহায়তা

  নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৪, ১৭ জুলাই ২০২৪   আপডেট: ১৭:০৯, ১৭ জুলাই ২০২৪
চট্টগ্রামে নিহত ৩ জনের লাশ হস্তান্তর, ১ লাখ টাকা করে সহায়তা

চট্টগ্রামে কোটা আন্দোলনে নিহত তিন জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া, নিহত প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। 

বুধবার (১৭ জুলাই) ভোর রাতের দিকে চমেক মর্গ থেকে নিহতদের লাশ স্বজনদের বুঝিয়ে দেয় পুলিশ। পরে পুলিশ প্রহরায় তাদের লাশ গ্রামের বাড়িতে নেওয়া ব্যবস্থা গ্রহণ করা হয়।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক রাকিব হাসান জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে কোটা আন্দোলনে নিহত তিন জনের পরিবারকে ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।  

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এস আই নুরুল আলম আশেক জানান, চমেক মর্গ থেকে ভোর রাতে তিন জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত তিন জন হলেন, চট্টগ্রাম কলেজের সমাজ বিজ্ঞান অনুষদের ছাত্র ও কলেজ ছাত্রদলের আহ্বায়ক ওয়াসিম আকরাম, এম ই এস কলেজের ছাত্র ফয়সাল এবং মুরাদপুর এলাকার ফার্নিচার দোকানের কর্মী ওমর ফারুক। 

রেজাউল করিম/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়