ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

খুলনা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা: শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১০, ১৭ জুলাই ২০২৪   আপডেট: ১৩:১১, ১৭ জুলাই ২০২৪
খুলনা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা: শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ 

অনির্দিষ্টকালের জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৭ জুলাই) সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।

সিদ্ধান্ত অনুযায়ী সকল শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। বুধবার (১৭ জুলাই)  বিকাল ৫টার মধ্যে ছাত্রদের এবং আগামীকাল ১৮ জুলাই সকাল সাড়ে ১০ টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল ১৬ জুলাই দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ ও শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ বিষয়ে করণীয় নির্ধারণে আজ এ সভা ডাকা হয়।

কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন, দফায় দফায় সংঘর্ষের পর গতকাল মঙ্গলবার রাতে দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা ও শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার বিষয়ে নির্দেশনা দিতে উপাচার্যদের চিঠি দেয় ইউজিসি।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার রক্তক্ষয়ী সংঘর্ষ ও হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। 

নুরুজ্জামান/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়