ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৬ ১৪৩১

চট্টগ্রামে ছাত্রলীগ কর্মীদের পাঁচতলা ছাদ থেকে ফেলে দেয়ার অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪০, ১৭ জুলাই ২০২৪   আপডেট: ২০:৩৬, ১৭ জুলাই ২০২৪
চট্টগ্রামে ছাত্রলীগ কর্মীদের পাঁচতলা ছাদ থেকে ফেলে দেয়ার অভিযোগ 

ছবিটি ভিডিও থেকে সংগৃহীত

চট্টগ্রামে কোটাবিরোধী আন্দোলনে সংঘর্ষ চলাকালে নগরীর মুরাদপুর এলাকায় একটি পাঁচতলা ভবনের ছাদ খেকে ১৫ থেকে ২০ জন ছাত্রলীগ কর্মীকে নিচে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে ছাত্রলীগ। এ ঘটনায় আহত কয়েকজন ছাত্রলীগকর্মীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 

গতকাল মঙ্গলবার বিকেলে মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল করিম অভিযোগ করে বলেন, ‘সংঘর্ষ চলাকালে মুরাদপুর এলাকায় চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের ১৫-২০ জন কর্মী একটি ভবনের ছাদে আশ্রয় নিয়েছিল। এ সময় আন্দোলনকারীরা ছাদে উঠে কয়েকজনকে ছাদ থেকে নিচে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ছাদে আশ্রয় নেয়া অনেকে তখন প্রাণ বাঁচাতে ভবনের বাইরের পাইপ বেয়ে নিচে নামার চেষ্টা করে। তখন তাদের প্রতি ইটপাটকেল নিক্ষেপ করে আন্দোলনকারীরা। এ ঘটনায় মো. জালাল উদ্দিন জুবায়ের, আব্দুল্লাহ আল সাইমুন, ওয়াহিদুল রহমান সুজন, ইরফানুল আলম, জাহেদ অভি, মেহরাজ সিদ্দিকী পাভেল, জাবেদ ইকবালসহ ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন।’

আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। একজনকে আইসিইউতে রাখা হয়েছে বলে জানান মাহমুদুল করিম। 

মহসীন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আনোয়ার পলাশ দাবি করেন, ছাত্রদল ও শিবিরের চিহ্নিত অস্ত্রধারী ক্যাডাররা ছাত্রলীগ নেতাকর্মীদের উপর এই হামলা চালিয়েছে। 

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আওয়ামী লীগের যুব ক্রীড়া উপ-কমিটির সদস্য নুরুল আজিম রনি ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘আন্দোলনকারীরা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে। তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ২০ জন কর্মী ওই পাঁচতলা ভবনের ছাদে আশ্রয় নিয়েছিল। আন্দোলনকারীর ছদ্মবেশে বিএনপি-জামায়াতের লোকজন তাদের পিটিয়ে ছাদ থেকে ফেলে দেয়। খবর পেয়ে রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা আমাদের ১৫ জন কর্মীকে সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।’

এ প্রসঙ্গে কোটা সংস্কার আন্দোলনের চট্টগ্রামের সদস্য মোশাররফ হোসেন গণমাধ্যমে বলেন, ‘ওই ছয়তলা ভবনের ছাদ থেকে ছাত্রলীগের কয়েকজন উচ্ছৃঙ্খল কর্মী আমাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছিল। এতে কয়েকজন ছাত্র আহত হন। একপর্যায়ে তাদের ছাদ থেকে নামিয়ে আনা হয়। ছাদ থেকে কাউকে ফেলে দেওয়া হয়নি। তারা ভয়ে পাইপ বেয়ে নামতে গিয়ে পড়ে গিয়ে আহত হয়েছেন।’

এ বিষয়ে জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, ‘মুরাদপুরে সংঘর্ষের ঘটনায় অনেকে আহত হয়েছেন। এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। ওই ভবনের ছাদে কী হয়েছিল, এখনও আমরা বিষয়টি জানি না। এ ব্যাপারে আমরা খোঁজ নিচ্ছি।’

রেজাউল//


সর্বশেষ

পাঠকপ্রিয়