ঢাকা     সোমবার   ৩০ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৬ ১৪৩১

লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ 

লালমনিরহাট সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৫, ১৭ জুলাই ২০২৪  
লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ 

সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে ও গতকাল আন্দোলন চলাকালে সারা দেশে ৬ জনের মৃত্যুর প্রতিবাদে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুলাই) সকালে লালমনিরহাট সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজসহ আশপাশের বেশ কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা জমায়েত হতে থাকেন মিশন মোড় গোল চত্বরে। সেখান থেকে কয়েক হাজার শিক্ষার্থী মিছিল নিয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে আবার মিশন মোড় গোল চত্বরে গিয়ে মহাসড়ক অবরোধ করেন। এতে বুড়িমারী স্থলবন্দর থেকে আসা ও যাওয়ার জন্য বাস ট্রাকের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুখ বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছে,  সরকারি যানমাল রক্ষায় এবং যেকোনো বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে।

সাব্বির/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়