ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

বশেমুরবিপ্রবি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২০, ১৭ জুলাই ২০২৪   আপডেট: ১৫:২২, ১৭ জুলাই ২০২৪
বশেমুরবিপ্রবি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। 

একই সঙ্গে ছাত্রদের বুধবার (১৭ জুলাই) বিকেল ৫টা ও আগামীকাল বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. দলিলুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রেরিত স্মারক পত্রের (স্মারক নং-৩৭.০১.০০০০.০৩১৯১.০০৪.২১.৩১৭) পরিপ্রেক্ষিতে আজ বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের চতুর্থ জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 

এ আদেশের পর থেকে কিছু কিছু শিক্ষার্থী হল ত্যাগ করলেও অধিকাংশ ছাত্র-ছাত্রীদের আবাসিক হলে অবস্থান করতে দেখা গেছে। তবে বিশ্ববিদ্যালয় চত্বরে থমথমে অবস্থা বিরাজ করছে। আন্দোলনরত শিক্ষার্থীরা হল ত্যাগে অনীহা প্রকাশ করেছে।

বাদল/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়