ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

কোটা সংস্কার আন্দোলন

পদ্মা সেতু এলাকায় মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের বাধা

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৪, ১৭ জুলাই ২০২৪  
পদ্মা সেতু এলাকায় মহাসড়ক অবরোধের চেষ্টা, পুলিশের বাধা

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। 

বুধবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় জড়ো হতে থাকেন। পরে তারা মহাসড়কের পদ্মা সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায় সড়কের ওপর বসে সড়ক অবরোধের চেষ্টা করে। 

পুলিশ শিক্ষার্থীদের সড়কে বসতে বাধা দিলে পরস্পরের সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটে। সেসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছোড়ে ও টিয়ার শেল নিক্ষেপ করে।

এসময় মহাসড়কে প্রায় আধাঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্নস্থানে অবস্থান নিয়ে পদ্মা সেতু উত্তর থানায় ইটপাটকেল নিক্ষেপ করে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো. আসলাম খান জানান, শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিতে চাইলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। যানবাহন চলাচলও অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

রতন/সনি

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়