ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

ফুলবাড়ীতে মুক্তিযোদ্ধাদের মিছিল ও মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৬, ১৭ জুলাই ২০২৪  
ফুলবাড়ীতে মুক্তিযোদ্ধাদের মিছিল ও মানববন্ধন

সরকারি চাকরিতে কোটা বহাল রাখার দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীতে মিছিল ও মানববন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধারা। 

বুধবার (১৭ জুলাই) দুপুরে সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এছার উদ্দিনের নেতৃত্বে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে মিছিলটি বের হয়। পৌর শহরের প্রধান প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এসে মিছিলটি শেষ হয়। পরে সেখানে মানববন্ধন করেন বীর মুক্তিযোদ্ধারা। এসময় তাদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা অম্বরিশ রায় চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম আকন্দ, বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা কাশেম মন্ডল। 

বক্তারা বলেন, ‌আমরা জীবন বাজি রেখে যুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছি। আমাদের মধ্যে আনেকে মারাও গেছেন। স্বাধীনতা বিরোধী একটি চক্র এবং তাদের প্রজন্ম ছাত্রদের উস্কানি দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বীর মুক্তিযোদ্ধাদের বিষয়ে কুরুচিপূর্ণ কথাবার্তা বলছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। বীর মুক্তিযোদ্ধাদের সন্তান, পোষ্য ও নাতি-নাতনিদের জন্য সরকারি চাকরিতে কোটা বহাল রাখার জন্য আদালতের আদেশ কামনা করছি।

মোসলেম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়