ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

কোটা সংস্কার আন্দোলন

নোবিপ্রবি শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৯, ১৭ জুলাই ২০২৪  
নোবিপ্রবি শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমশিনের (ইউজসি) নির্দেশে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে। এর প্রতিবাদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ে বিক্ষোভ করেছেন ছাত্রীরা। একইসাথে তারা হল ত্যাগ করবে না বলেও জানিয়েছেন।

বুধবার (১৭ জুলাই) দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ  শুরু করনে। পরে তারা একটি মিছিল বের করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীরা জানান, হুট করে হল বন্ধ করে দেওয়া হয়েছে। দেশের এ অচলাবস্থায় তারা কোথায় যাবে? তাছাড়া সাধারণ শিক্ষার্থীদের এ মুহূর্তে হল ছেড়ে চলে যাওয়ার মত অবস্থাও নেই। নিরাপত্তাজনিত কারণে তারা হল ত্যাগ করতে রাজি নয়। হলই তাদের জন্য নিরাপদ বলে দাবি করেন তারা।

সুজন/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়