ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

জাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ৩০

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৭, ১৭ জুলাই ২০২৪   আপডেট: ২১:০১, ১৭ জুলাই ২০২৪
জাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ৩০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ আন্দোলনকারীদের উদ্দেশে কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছুড়েছেন। এতে প্রায় ৩০ শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

বুধবার (১৭ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকার রাস্তায় এ সংঘর্ষ শুরু হয়। আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।

ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, শিক্ষার্থীদের অনেক বুঝিয়েছি। তারা হলেও যেতে পারত, কিন্তু যায়নি। তাই আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়ে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপর কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশ পৌনে একটার দিকে মুখোমুখি অবস্থান নেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরপর বিকেল সোয়া পাঁচটার দিকে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়লে সংঘর্ষ শুরু হয়।

সাব্বির/কেআই

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়