ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৭, ১৭ জুলাই ২০২৪  
ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩

ফরিদপুরের ভাঙ্গায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। বুধবার (১৭ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা- বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী বিআরটিসি পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা শাহ ফরিদ পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নোমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পড়ে জানাতে পারব।

আরো পড়ুন:

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মোহাম্মদ খায়রুল আনাম বলেন, নিহতরা শাহ ফরিদ পরিবহনের যাত্রী ছিলেন। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

তামিম/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়