ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

কুষ্টিয়ায় শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪২, ১৭ জুলাই ২০২৪  
কুষ্টিয়ায় শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ

কুষ্টিয়ায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের মজমপুর ও চৌড়হাস এলাকায় দুপক্ষের সংঘর্ষ শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষে তিনটি মোটরসাইকেল, একটি বাস ও একটি লোকাল ট্রেন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

কাঞ্চন/কেআই

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়