ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

কুষ্টিয়া ছাত্রলীগের ৪ নেতাকে অব্যাহতি

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৬, ১৭ জুলাই ২০২৪  
কুষ্টিয়া ছাত্রলীগের ৪ নেতাকে অব্যাহতি

কুষ্টিয়া ছাত্রলীগের চার নেতাকে সাংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক ও সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বুধবার (১৭ জুলাই) সকালে অব্যাহতির বিজ্ঞপ্তি গণমাধ্যমকর্মীদের কাছে এসেছে।

বিজ্ঞপ্তিতে চার নেতা সংগঠন বিরোধী ও শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুন্ন হয় এমন কার্যক্রমের সঙ্গে জড়িত আছেন বলে জানানো হয়েছে।

অব্যাহতি পাওয়ারা হলেন- জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক আরজু চৌধুরী, উপ-মানব সম্পদ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক জুবায়ের মাহাতাব জেনন, উপ-কর্মস্থান বিষয়ক সম্পাদক সৈয়দ মাহমুদ কবির সাফিন ও দৌলতপুর উপজেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক সজল ইসলাম।

অব্যাহতি পাওয়া আরজু চৌধুরী কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর চাচাতো ভাইয়ের ছেলে।

এ বিষয়ে জানতে চাইলে আরজু চৌধুরী বলেন, ‘আমাকে কেনো অব্যাহতি দেওয়া হয়েছে তা সভাপতি-সাধারণ সম্পাদক ভালো বলতে পারবেন।’

কোটা সংস্কার আন্দোলনকারীদের সমর্থনে ফেসবুকে সক্রিয়তা অব্যহতির কারণ হতে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘তাও হতে পারে।’ কোটা সংস্কার আন্দোলনের পক্ষে কী না এমন প্রশ্নে এই ছাত্রলীগ নেতা বলেন, ‘আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। আমি জাতির পিতা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। দিন শেষে আমিও মানুষ।’ 

এ বিষয়ে জানতে অব্যাহতি পাওয়া অন্য নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কথা বলতে রাজি হননি।

কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ বলেন, ‘বিভিন্ন কারণে সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে না পারায় তারা নিজেরাই অব্যাহতি চেয়েছিল। তাই তাঁদের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর বেশি কথা বলতে রাজি হননি তিনি।’

কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক বলেন, ‘সংগঠনের নীতিআদর্শ বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় চার নেতাকে সংগঠনের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন থেকে তাদের কোনো কর্মকাণ্ডের দায়ভার ছাত্রলীগ বহন করবে না।’ 

অব্যাহতি পাওয়া ছাত্রলীগ নেতাদের কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে সম্পর্ক রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘তাদের অব্যাহতি দেওয়া হয়েছে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে। এর সঙ্গে কোটা সংস্কার আন্দোলনের কোনো সম্পর্ক নেই।’ 

কাঞ্চন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়