ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

সেন্টমার্টিন থেকে আসা ২ ট্রলারে মিয়ানমার থেকে গুলি

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩১, ১৭ জুলাই ২০২৪  
সেন্টমার্টিন থেকে আসা ২ ট্রলারে মিয়ানমার থেকে গুলি

ছবি: সংগৃহীত

কক্সবাজারে সেন্টমার্টিন থেকে যাত্রী নিয়ে টেকনাফ ফেরার পথে বাংলাদেশের জলসীমায় দুটি ট্রলারকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছে মিয়ানমারের বাহিনী। 

বুধবার (১৭ জুলাই) দুপুর ২টার দিকে শাহপরীর দ্বীপ জেটি সংলগ্ন নাফনদে এ ঘটনা ঘটে। 

এসময় একটি ট্রলারে গুলি লাগে, তবে কেউ হতাহত হননি। পরে ট্রলার দুটি শাহপরীর দ্বীপ জেটিঘাটে নোঙর করে যাত্রীদের নিরাপদে নামিয়ে দেয়।

সেন্টমার্টিন বোট মালিক সমিতির সভাপতি রশিদ আহমদ জানান, ট্রলার দুটি বঙ্গোপসাগরের বিকল্প রুটে বাংলাদেশের জলসীমা হয়ে সেন্টমার্টিন থেকে আসছিল। শাহপরীর দ্বীপ জেটিতে পৌঁছানো পর্যন্ত মিয়ানমারের রাখাইন রাজ্যের পাতেঞ্জা এলাকা থেকে গুলি চালানো হয়। শতাধিক গুলি চালােনো হয়েছে। তা থেকে কয়েকটি বুলেট লাগে যাত্রীবাহী একটি বোটে। কিন্তু কোনো যাত্রীবাহী আহত হয়নি।

সেন্টমার্টিনের বাসিন্দা ও ট্রলারযাত্রী মো. ফারুক বলেন, ‘আমরা সেন্টমার্টিন থেকে দুটি ট্রলারে করে টেকনাফের উদ্দেশ্যে আসছিলাম। ট্রলার দুটি মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া সীমা এড়িয়ে বঙ্গোপসাগরে নতুন করে বসানো বয়া রুটে আসছিলেন। শাহপরীর দ্বীপ ঘোলার চর পার হতে হঠাৎ মিয়ানমার থেকে যাত্রীবাহী ট্রলার দুটি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। আমাদের ট্রলারটি পেছনে ছিল। প্রায় ৩০ থেকে ৪০ রাউন্ড গুলি ছোড়া হয়েছে। তার মধ্যে একটি গুলি আমাদের ট্রলারে এসে পড়ে। তবে গুলি ট্রলারের বাইরের অংশে লাগায় কেউ আহত হননি।’

পরিবহন বোট মালিক সমিতির সভাপতি রশিদ আহমদ বলেন, ‘প্রশাসনের নির্দেশনা মেনে দুটি ট্রলার বাংলাদেশি পতাকা উঁচু করে দিয়ে টেকনাফের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ট্রলার দুটি বঙ্গোপসাগর ও নাফনদের বাংলাদেশের জলসীমায় ছিল। এরপরও মিয়ানমার থেকে অতর্কিতভাবে ট্রলার দুটিতে গুলি ছোড়া হয়েছে। ভাগ্য অনেক সহায় ছিল, কেউ হতাহত হয়নি। বিষয়টি আমি তাৎক্ষণিক সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করেছি।’

শাহপরীর দ্বীপের বাসিন্দা মোহাম্মদ হাসিম বলেন, ‘আমরা জেটিঘাট থেকে দাঁড়িয়ে ট্রলার দুটি আসতে দেখি। ট্রলার দুটি শাহপরীর দ্বীপ জেটির খুব কাছে চলে আসছিল। এসময় মিয়ানমার বাহিনী গুলি চালায়। অনেক গুলি জেটি ও জেটির আশে পাশে পড়েছে। প্রায় ৫০ থেকে ৬০ রাউন্ড গুলির শব্দ শুনেছি। প্রায় প্রতিটি গুলি শাহপরীর দ্বীপ জেটির কাছাকাছি পড়েছে।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, ‘বাংলাদেশের জলসীমায় সেন্টমার্টিন থেকে আসা যাত্রীবাহী দুটি ট্রলারকে মিয়ানমার দিক থেকে গুলি করার বিষয়টি জানতে পেরেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

তারেকুর রহমান/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়