ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

চুয়াডাঙ্গায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সভা 

চুয়াডাঙ্গা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৩, ১৮ জুলাই ২০২৪  
চুয়াডাঙ্গায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সভা 

কোটা সংস্কার আন্দোলনের নামে স্বাধীনতা বিরোধী অপশক্তির দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ও মুক্তিযোদ্ধাদের ৩০ ভাগ কোটা বহালের দাবিতে চুয়াডাঙ্গা জেলার বীর মুক্তিযোদ্ধারা মানববন্ধন ও প্রতিবাদ সভা কর্মসূচী পালন করেছেন। কর্মসূচী পালন শেষে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধামমন্ত্রীর বরাবর স্মারকলিপি পেশ করেছেন।

বৃহস্পতিবার ( ১৮ জুলাই)  সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা চৌরাস্তার মোড়ে এ মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি শিক্ষার্থীদেরকে ভুল বুঝিয়ে মুক্তিযোদ্ধাদের প্রতি বিষোদগার করাচ্ছে। 

আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশে বক্তারা বলেন, আপনারা দেশবিরোধী অপশক্তির ইন্ধনে কোটা নিয়ে ভুলপথে আন্দোলন করছেন। আপনাদেরকে আহবান করছি আপনারা আন্দোলন থেকে সরে আসেন লেখাপড়ায় মন দিন।  

বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন,  নুরুল হক মালিক গোলাম মোর্তজা, নুরুজ্জামান নান্টু ও আবজালুল হক। 

বক্তারা বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত  মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেলেও ঝাড়ুদার ছাড়া অন্য কোনো চাকরি পায় না। 

বক্তারা বলেন, কোটা নিয়ে আন্দোলন ও নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহত করতে মুক্তিযোদ্ধারা প্রয়োজন হলে যুদ্ধে নামতে প্রস্তুত আছে।

মানববন্ধন ও প্রতিবাদসভা শেষে ৩০ ভাগ কোটার দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মামুন/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়