ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

বগুড়ায় শহরজু‌ড়ে বি‌ক্ষোভ, শিক্ষার্থী‌দের সঙ্গে পু‌লি‌শের সংঘর্ষ 

বগুড়া প্রতি‌নি‌ধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৯, ১৮ জুলাই ২০২৪  
বগুড়ায় শহরজু‌ড়ে বি‌ক্ষোভ, শিক্ষার্থী‌দের সঙ্গে পু‌লি‌শের সংঘর্ষ 

কোটা সংস্কা‌রের দাবী‌তে আন্দোলনরত শিক্ষার্থী‌দের সা‌থে সকাল থেকে বগুড়া শহরের বি‌ভিন্ন স্থা‌নে থেমে থেমে পুুলি‌শের সা‌থে সংঘর্ষ চল‌ছে। 

স্থানীয়রা জানায়, শিক্ষার্থীরা পু‌লিশ‌কে লক্ষ্য ক‌রে ইটপাট‌কেল নি‌ক্ষেপ করছে। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পু‌লি‌শও টিয়ার‌শেল এবং রাবার বু‌লেট ছু‌ড়ছে। এতে ক‌য়েক শিক্ষার্থীসহ বেশ কজন পথচারী আহত হ‌য়ে‌ছেন বলে জানা গেছে। 

এ ঘটনায় শহরজুড়ে থ‌মথ‌মে অবস্থা বিরাজ কর‌ছে। শহ‌রের নিরাপত্তায় বি‌ভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী মোতা‌য়েন র‌য়ে‌ছে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্প‌তিবার (১৮ জুলাই) বেলা ১১টায় বগুড়ার বি‌ভিন্ন স্কুল ক‌লে‌জের শিক্ষার্থীরা দলবদ্ধভা‌বে লা‌ঠি‌সোটা হা‌তে বি‌ভিন্ন শ্লোগান দি‌তে দি‌তে শহ‌রের সাতমাথার দি‌কে অগ্রসর হয়। শিক্ষার্থী‌দের একাংশ বেলা সোয়া ১১টার দি‌কে সাতমাথায় আস‌লে পুুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় কয়েকজন শিক্ষার্থীকে আটক করতে দেখা যায়। 

এর কিছুক্ষণ প‌রে বি‌ভিন্ন দিক থে‌কে আবারও শিক্ষার্থীরা সাতমাথায় জ‌ড়ো হ‌য়ে বি‌ক্ষোভ কর‌তে থা‌কে। এ সময় পুুলিশ তা‌দের স‌রে যে‌তে বল‌লে তারা উত্তে‌জিত হয়। পু‌লিশ তা‌দেরকে ছত্রভঙ্গ কর‌তে টিয়ার‌শেল ছু‌ড়ে। এ সময় শিক্ষার্থীরা নিরাপদ দুরত্বে গি‌য়ে পাল্টা ইট পাট‌কেল ছোড়ে। এরপর থে‌কে সাতমাথা রণক্ষে‌ত্রে প‌রিণত হয়। বেলা সোয়া ১১টার দি‌কে শুরু হওয়া শহ‌রের সাতমাথায় পু‌লিশের সা‌থে শিক্ষার্থীদের সংঘর্ষ এখনো চল‌ছে। 

এদি‌কে বগুড়া সরকারি আজিজুল ক‌লে‌জ, ক‌লোনী, বনানী এলাকায় শিক্ষার্থী‌দের সা‌থে পুুলি‌শের সংঘর্ষ চলছে বলে জানা গেছে। 

স্থানীয়রা জানান, বেলা ১১টার আগ পর্যন্ত বগুড়ায় মোটামুুটি যানবাহন চলাচল স্বাভা‌বিক ছি‌লো। শহ‌রের ভেতর দোকানপাটও খোলা ছি‌লো। ত‌বে বর্তমা‌নে সাতমাথা ও এর আশপা‌শের এলাকা প্রায় জনশূন্য। দোকানপাটও বন্ধ।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম মাঠে রয়েছে।

এনাম/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়