ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

মাদারীপুরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ-ছাত্রলীগের সংঘর্ষ

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৩, ১৮ জুলাই ২০২৪   আপডেট: ১৩:৩৭, ১৮ জুলাই ২০২৪
মাদারীপুরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ-ছাত্রলীগের সংঘর্ষ

মাদারীপুরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ-ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে মাদারীপুর জেলা প্রশাসকের বাস ভবনের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা সকাল ১০টার দিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাদারীপুর শহরের ডিসি ব্রিজ এলাকায় জড়ো হয়। পরে জেলা প্রশাসকের বাস ভবনের সামনে অবস্থান নিলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ-ছাত্রলীগের সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আন্দোলনকারীরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।

বেলাল/কেআই

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়