ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

কোটা আন্দোলন

মাদারীপুরে সংঘর্ষে পানিতে ডুবে কলেজছাত্র নিহত

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৯, ১৮ জুলাই ২০২৪   আপডেট: ১৯:৫৫, ১৮ জুলাই ২০২৪
মাদারীপুরে সংঘর্ষে পানিতে ডুবে কলেজছাত্র নিহত

মাদারীপুরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ-ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। এ সময় পালাতে গিয়ে লেকের পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১১টার দিকে মাদারীপুর জেলা প্রশাসকের বাস ভবনের সামনে এ ঘটনা ঘটে। মাদারীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা সকাল ১০টার দিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাদারীপুর শহরের ডিসি ব্রিজ এলাকায় জড়ো হয়। পরে জেলা প্রশাসকের বাস ভবনের সামনে অবস্থান নিলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ-ছাত্রলীগের সংঘর্ষ হয়। এ সময় পালাতে গিয়ে কলেজ শিক্ষার্থী দীপ্ত দে লেকের পানিতে পড়ে ডুবে যায়। 

নিহত দীপ্ত দে মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকার স্বপন দের ছেলে। তিনি মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের অনার্স ২য় বর্ষের প্রাণী বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।  

ফায়ার সার্ভিস নিহতের লাশ উদ্ধার করেছে। পুলিশ লাশ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।  

বেলাল/কেআই

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়