ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৩, ১৮ জুলাই ২০২৪  
হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

পবিত্র আশুরা উপলক্ষে একদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি ফের শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে বিষয়টি জানিয়েছেন হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক। 

তিনি জানান, পবিত্র আশুরা উপলক্ষে একদিন বন্ধের পর আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ভারতের সাথে এই বন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। এছাড়াও বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম স্বাভাবিক হয়েছে। 

তিনি আরও জানান, ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। তা আনলোড হয়ে দেশি ট্রাক লোড করে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।

এদিকে হিলি ইমিগ্রেশন ওসি আশরাফুল ইসলাম বলেন, আশুরা উপলক্ষে বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো। এখন সবকিছু স্বাভাবিক আছে।

মোসলেম/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়