ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে

নারায়ণগঞ্জ সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৩, ১৮ জুলাই ২০২৪   আপডেট: ১৫:১৭, ১৮ জুলাই ২০২৪
নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে

প্রেসক্লাবের সামনে থেকে সংঘর্ষ শুরু হলেও পুরো বঙ্গবন্ধু রোডে ছড়িয়ে পড়েছে

নারায়ণগঞ্জে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলছে। তাদের সংঘর্ষে শহরের চাষাড়া এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। একদিকে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ছে, অন্যদিকে শিক্ষার্থীরা ইট-পাটকেল ছুড়ছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর পৌনে ১টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। কোটাবিরোধী শিক্ষার্থীরা পুলিশের গাড়ী, জলকামান, সজোয়া যান ও কাভার্ডভ্যান ভাঙচুর করেছে। 

এর আগে বেলা ১১টা থেকে কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু হয়। শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে দুপুরে হঠাৎ করেই উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এই মূহুর্তে নারায়ণগঞ্জ শহরে হাজার হাজার শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছে। তাদের দাবি, জরুরী ভিত্তিতে কোটা পদ্ধতি  সংস্কার করে শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন করা হক। 

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, সরকার কোটা পদ্ধতি সংস্কার না করলে সারা দেশ অচল করে দিয়ে হলেও আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই। 

সরেজমিনে দেখা গেছে, শিক্ষার্থীরা পুলিশের জলকামান, সাজোয়া যান ও কাভার্ডভ্যান ভাঙচুর করেন। পরে পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে মুহুর্মুহু টিয়ারশেল নিক্ষেপ করতে থাকে। আন্দোলনকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছেন। তাদের হাতে লাঠিসোটাও দেখা গেছে। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, ‘পুলিশ সেখানে গিয়েছে। পরে বিস্তারিত বলতে পারবো।’

অনিক/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়