ঢাকা     রোববার   ০১ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ১৭ ১৪৩১

ঝিনাইদহে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ৩০

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩২, ১৮ জুলাই ২০২৪  
ঝিনাইদহে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ৩০

ঝিনাইদহে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

ঝিনাইদহে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলি বর্ষণের ঘটনায় শিক্ষার্থী ও পুলিশসহ আহত হয়েছেন অন্তত ৩০ জন।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল ৩টায় শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হয়। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের পায়রা চত্বরের দিকে যায় শিক্ষার্থীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের একটি মিছিল পায়রা চত্বর এলাকায় পৌঁছে ছাত্রলীগের অফিস ভাঙচুর শুরু করে। সে সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারসেল, সাউন্ড গ্রেনেড, সটগানের অর্ধশত রাউন্ড গুলি বর্ষণ করে। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা পিছু হটে শহরের সকল মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে। বর্তমানে শহর জুড়েই থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ ২ জনকে আটক করেছে।

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, শিক্ষার্থীদের মিছিল থেকে শহরের বিভিন্ন স্থানে ভাঙচুর শুরু হয়। এরপর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারসেল, সাউন্ড গ্রেনেড ও সটগানের গুলি বর্ষণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা শহরে সর্তক অবস্থায় রয়েছে পুলিশ।

সোহাগ/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়