ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

ধলেশ্বরীতে বাল্কহেডের ধাক্কায় পর্যটকবাহী নৌকাডুবি, নিহত ১

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩১, ২৪ জুলাই ২০২৪   আপডেট: ১৪:৩৩, ২৪ জুলাই ২০২৪
ধলেশ্বরীতে বাল্কহেডের ধাক্কায় পর্যটকবাহী নৌকাডুবি, নিহত ১

মানিকগঞ্জের ঘিওরে ধলেশ্বরী নদীতে বাল্কহেডের ধাক্কায় পর্যটকবাহী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় একজনের মৃত্যু ও দুই জন নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (২৩ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কুশুন্ডা এলাকায় ধলেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে। নিহতের নাম মিলন (১৫)। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, মঙ্গলবার সাটুরিয়া উপজেলার গোলড়া কামতা এলাকার ৬০ জন যমুনা সেতু এলাকায় নৌ ভ্রমণে যান। সেখান থেকে ফেরার পথে ধলেশ্বরী নদীতে বাল্কহেডের ধাক্কায় পর্যটকবাহী নৌকাটি ডুবে যায়। সে সময় সবাই সাঁতরে তীরে উঠলেও তিন জন নিখোঁজ হন। পরবর্তীতে মিলনকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। নিখোঁজ বাকি দুই জনের খোঁজ চলছে।

চন্দন/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়