নাশকতার সাত মামলায় কুমিল্লায় গ্রেপ্তার ১১৫
কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কুমিল্লায় সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় চিরুনি অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে গত দুইদিনের ৭ মামলায় ১১৫ জনকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি, সদর দক্ষিণ, বুড়িচং এবং দাউদকান্দি থানায় পুলিশের দায়ের করা ৫টি মামলাসহ মোট সাত মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান।
তিনি জানান, নাশকতা ও বিস্ফোরক আইনে দায়ের করা হয় পাঁচ মামলা। এছাড়াও মহানগর ছাত্রলীগ নেতা মুন ও যুবলীগ নেতা জালাল হোসেন একটি করে মামলা দায়ের করেন।
এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।
গ্রেপ্তার হওয়া রাজনৈতিক নেতাদের মধ্যে রয়েছে- কুমিল্লা সিটির জামায়াত পন্থি কাউন্সিলর ইকরামুল হক বাবু, আদর্শ সদর উপজেলা জামায়াতের আমির নাসির আহমেদ মোল্লা, সদরের জগন্নাথপুর ইউপির জামায়াতের আমির মো. জসিম উদ্দিন, কুমিল্লা সিটির ২৫ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি নাজমুল হাসান সাকিব, বিএনপির সহ সভাপতি দুলাল মিয়া, কুমিল্লা মহানগর যুবদলের সহ সভাপতি গাজী ফয়সাল। কুমিল্লা মহানগর বিএনপির যুগ আহ্বায়ক তোফায়েল আহমেদ কাউসার, নগরীর ৩নং ওয়ার্ডের জামাতের আমির মাসুম বিল্লাহ প্রমুখ।
রুবেল/ইমন