ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

৭ দিন পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৯, ২৪ জুলাই ২০২৪   আপডেট: ১৫:০১, ২৪ জুলাই ২০২৪
৭ দিন পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ফাইল ফটো

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ৭ দিন পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (২৪ জুলাই) সকাল থেকে যানবাহন চলাচল শুরু হয়। সকালে যানবাহনের সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে।

সরেজমিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঘুরে দেখা যায়, কুমিল্লা থেকে দূরপাল্লার যাত্রীবাহী বাস ছেড়ে যাচ্ছে। এ সময় মহাসড়কে সেনাবাহিনীর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিমকে অবস্থান নিতে দেখা যায়।

ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার বলেন, সকাল থেকে যানবাহন চলাচল স্বাভাবিক আছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে সেনাবাহিনী ও পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

রুবেল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়