ফেনীতে ৫০ হাজার মানুষ পাবেন খাদ্য সহায়তা
ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
এক নারীর হাতে খাদ্য সমগ্রীর প্যাকেট তুলে দিচ্ছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী
কারফিউ’র কারণে কর্মহীন হয়ে পড়া ফেনী জেলার ৫০ হাজার মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বুধবার (২৪ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে এ কার্যক্রমের উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ফেনী জেলা জুড়ে ৫০ হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের এ কর্মসূচি নেওয়া হয়েছে। ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।
সংসদ সদস্য নিজাম হাজারী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক নেত্রী। কারফিউর কারণে অনেকে স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারেননি। এজন্য প্রধানমন্ত্রী খাদ্য সহায়তার নিদের্শনা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় ফেনী জেলাজুড়ে ৫০ হাজার মানুষকে আমার পক্ষ থেকে খাদ্য সামগ্রী প্রদান করবো। মানুষের প্রয়োজনে এ সংখ্যা আরও বাড়তে পারে।’
তিনি আরও বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে বিএনপি-জামায়েত যে অরাজকতা চালিয়েছে তা অবর্ণনীয়। ফেনীতেও তারা এমন কিছু করার চেষ্টা করেছে। যারা এই ধরনের কাজ করেছে তাদের বিরুদ্ধে সরকার ইতোমধ্যে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। সেই হিসেবে যারা ফেনী থেকে ঢাকায় গিয়ে এ কর্মকাণ্ডে (সহিংসতা) অংশ নিয়েছেন তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এজন্য অতীতের ন্যায় সবার সহযোগিতা প্রয়োজন।’
ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, ‘আজ প্রথম দিন ফেনী শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে চার হাজার মানুষের মধ্যে খাদ্য সমগ্রী বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে জেলার অন্য উপজেলাগুলোতে খাদ্য সমগ্রী বিতরণ করা হবে।’
এসময় অন্যদের মধ্যে ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহম্মদ, ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন ও ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল প্রমুখ উপস্থিত ছিলেন।
সাহাব/মাসুদ