ঢাকা     রোববার   ০৮ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৪ ১৪৩১

তামাবিল হয়ে সিলেট ছাড়লেন ৩১৭ বিদেশি শিক্ষার্থী

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৯, ২৫ জুলাই ২০২৪   আপডেট: ১৪:২৪, ২৫ জুলাই ২০২৪
তামাবিল হয়ে সিলেট ছাড়লেন ৩১৭ বিদেশি শিক্ষার্থী

ফাইল ফটো

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের উদ্ভূত পরিস্থিতিতে সিলেটের ৪টি বেসরকারি মেডিকেল কলেজে অধ্যয়নরত ৩১৭ জন বিদেশি শিক্ষার্থী সিলেট ছেড়েছেন। গত কয়েকদিনে তামাবিল স্থলবন্দর হয়ে ভারতীয় ও নেপালি শিক্ষার্থীরা নিজ দেশে ফেরেন।

জানা যায়, সার্বিক পরিস্থিতি ও ইন্টারনেট সংযোগ না থাকায় বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবকরা যোগাযোগ না করতে পারায় চরম উদ্বেগ-উৎকণ্ঠায় পড়েন। পরবর্তীতে ভারতীয় সহকারী হাইকমিশন সিলেট অফিসে যোগাযোগ করে শিক্ষার্থীদের নিজ দেশে পাঠানোর অনুরোধ করেন তারা।

ভারতীয় সহকারী হাইকমিশন সিলেটের দ্বিতীয় সচিব (প্রেস, তথ্য, সংস্কৃতি ও শিক্ষা) মানস কুমার মুস্তাফি বলেন, সিলেটে পড়তে আসা ভারতীয় ও নেপালি শিক্ষার্থীদের মানবিক দিক বিবেচনায় তামাবিল স্থলবন্দর দিয়ে ভারত ও নেপালে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

নূর/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়