ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়ায় মরিচের দামে চাষিদের মুখে হাসি

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৭, ২৬ জুলাই ২০২৪   আপডেট: ১৬:১২, ২৬ জুলাই ২০২৪
কুষ্টিয়ায় মরিচের দামে চাষিদের মুখে হাসি

কুষ্টিয়ায় এ বছর বৈরী আবহাওয়ার পরও কাঁচা মরিচের ফলন ভালো হয়েছে। ফলে মরিচের ফলন ও ভালো দাম পাওয়ায় চাষিদের মুখে ফুটেছে হাসি। এতে উৎপাদন খরচ বাদ দিয়েও কয়েকগুণ লাভের মুখ দেখছেন তারা।

জানা যায়, কুষ্টিয়ায় চলতি মৌসুমে ৩ হাজার ৭৫২ হেক্টর জমিতে মরিচের চাষ হয়েছে। এর মধ্যে জেলার কৃষি প্রধান উপজেলা দৌলতপুরে চাষ হয়েছে ৩ হাজার ১৩২ হেক্টর জমিতে। বৈরী ও প্রতিকুল আবহাওয়ার পরও মরিচের ফলন ভালো হওয়ায় খুশি এ জেলার চাষিরা।

স্থানীয় কয়েকজন চাষির সাথে কথা বলে জানা যায়, প্রতিবিঘা জমিতে কাঁচা মরিচ চাষে খরচ হয়েছে ১০ থেকে ১৫ হাজার টাকা। বর্তমান বাজার দর ২০০ টাকা কেজি হওয়ায় বাড়তি লাভের আশা করছেন তারা। যদিও কাঁচা মরিচের কেজি ১০০ টাকা হলে উৎপাদন খরচের কয়েকগুণ লাভ হবে বলেও তারা জানিয়েছেন। 

জেলার দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের চুয়ামল্লিকপাড়া কাঞ্চননগর গ্রামের মরিচ চাষি রানা হোসেন জানান, এ বছর মরিচ চাষে লাভবান হয়েছেন তিনি। বর্তমানে ২০০ টাকা কেজি দরে পাইকার বাজারে মরিচ বিক্রি হচ্ছে। কয়েকদিন আগে ৪০০ টাকা কেজি দরেও বিক্রি হয়েছে। তাই বেশি টাকা লাভের আশা করছেন তিনি।

দৌলতপুর কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, দৌলতপুরে বছরের শুরুতে তাপমাত্রা বেশি থাকলেও বর্তমানে মরিচ চাষের উপযোগী সময় যাচ্ছে। মরিচের উৎপাদন বৃদ্ধিতে চাষিদের প্রয়োজনীয় প্রণোদনা প্রদান এবং প্রযুক্তির ব্যবহার ও পরামর্শ দেওয়া হচ্ছে। ফলে চাষিরা মরিচ চাষে লাভবান হচ্ছে।

কাঞ্চন/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়