কর্ণফুলী পেপার মিলসের পরিত্যক্ত ভবনে মিললো লাশ
রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী পেপার মিলসের (কেপিএম) অভ্যন্তরের পরিত্যক্ত ভবন থেকে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ জুলাই) দুপুর ২টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।
উদ্ধার হওয়া লাশটি কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের ফকিরাঘোনা গ্রামের বাসিন্দা আবুল কাশেম বাবুলের (৫৫) বলে নিশ্চিত করেছে পুলিশ। তিনি গত তিনদিন ধরে নিখোঁজ ছিলেন।
স্থানীয়রা জানান, আবুল কাশেম বাবুল কেপিএমের কোম্পানি মাষ্টার রোল শ্রমিক ছিলেন। তিনদিন আগে তিনি নিখোঁজ হন। পরিবার অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে গত ২৬ জুলাই কাপ্তাই থানাকে বিষয়টি অবগত করেন। আজ আবুল কাশের বাবুলের লাশ কেপিএম কারখানা এলাকার ভেতর পরিত্যাক্ত একটি ভবন থেকে উদ্ধার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, আবুল কাশেম বাবুল নিখোঁজ হওয়ার ঘটনাটি তার পরিবার কাপ্তাই থানাকে অবগত করে। পরে তার সন্ধান পেতে অভিযান শুরু করি। মোবাইল ট্র্যাংকিয়ের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা হয়। পরে কেপিএম মিলের অভ্যন্তরের পরিত্যক্ত ভবনে তার লাশ পাওয়া যায়। লাশটি গলিত অবস্থায় পাওয়া গেছে। এবিষয়ে তদন্ত করে বিস্তারিত বলা যাবে।
বিজয়/মাসুদ