ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

গাইবান্ধায় নৌকা ডুবে ৩ শ্রমিক নিখোঁজ, আহত ৯

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৫, ২৭ জুলাই ২০২৪   আপডেট: ২০:৪৫, ২৮ জুলাই ২০২৪
গাইবান্ধায় নৌকা ডুবে ৩ শ্রমিক নিখোঁজ, আহত ৯

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা নদীতে নৌকা ডুবে তিন শ্রমিক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯ জন। তাদের গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাবুবাজার এলাকায় ঘটনাটি হয়। 

নিখোঁজ শ্রমিকরা হলেন- গাইবান্ধা সদর উপজেলার গিদারী গ্রামের আব্দুল কাদেরের ছেলে আতোয়ার রহমান (৪২), একই গ্রামের আব্দুল জোব্বারের ছেলে আব্দুর রশিদ (৪০) এবং তোফাজ্জল হোসেনের ছেলে রাজু মিয়া (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাবুবাজার থেকে নৌকায় ব্লক (বোল্ডার) নিয়ে তিস্তা নদীর অপর পাশে যাচ্ছিলেন ২৮ জন শ্রমিক। সেখানে নদী ভাঙন রোধে কাজ চলছে। নদীর তীর থেকে কিছুটা দূরে যাওয়ার পরপরই নৌকাটি প্রচণ্ড স্রোতে ডুবে যায়। ২৮ জন শ্রমিকের মধ্যে ২৫ জন সাঁতার কেটে তীরে উঠে এলেও তিনজন নিখোঁজ হন।

আরো পড়ুন:

সুন্দরগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মো. তরিকুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম, শ্রীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজাহারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাকির হোসেন বলেন, ‘স্থানীয় সূত্রে জেনেছি, নৌকায় ব্লক নিয়ে নদীর অপর প্রান্তে যাচ্ছিলেন ২৮ জন শ্রমিক। কিছুদূর যেতেই নৌকাটি নদীতে ডুবে যায়। এসময় ব্লকে অনেকেই আঘাতপ্রাপ্ত হন।’

তিনি আরও বলেন, ‘অধিকাংশ শ্রমিক সাঁতরে তীরে উঠতে পারলেও তিন জন নিখোঁজ হন। নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের একটি ইউনিট ও গাইবান্ধা ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে। রাত হওয়ায় আপাতত উদ্ধার কাজ বন্ধ রাখা হয়েছে। রোববার সকালে আবারও উদ্ধার অভিযান শুরু হবে।’ 

মাসুম/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়