কোটা সংস্কার আন্দোলন
রসিকের ক্ষতি ৩ কোটি ২০ লাখ টাকা: মেয়র
রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

রসিক হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা
কোটা সংস্কার আন্দোলনের নামে দুষ্কৃতকারীদের নজিরবিহীন তাণ্ডবে রংপুর নগরীতে ৩ কোটি ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। রোববার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে সংবাদ সম্মেলন করে ক্ষয়ক্ষতির বিষয়টি তুলে ধরেন রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি জানান, নাশকতার ঘটনায় রসিকের পক্ষ থেকে থানায় একটি মামলা করা হয়েছে।
রসিকের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি বলেন, ‘গত ১৯ জুলাই ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালীন রংপুর মহানগরীতে দুষ্কৃতকারীরা বিভিন্ন জায়গায় স্থাপিত মালামাল দেশি অস্ত্র দিয়ে ভাঙচুর শুরু করে। এসময় রসিকের নিরাপত্তা কর্মীরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন। দুষ্কৃতকারীদের মারমুখি আচরণের কারণে তারা পিছু হটেন। দুষ্কৃতিকারীরা এই সুযোগ নিয়ে সিটি করপোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপিত ৬৪টি সিসিটিভির ক্যামেরা, কয়েকটি এলইডি টেলিভিশন, প্রশাসনিক ভবনের থাই গ্লাস ও গ্রিল, কেন্দ্রীয় বাস টার্মিনালের ফুড ওভার ব্রিজসহ অসংখ্য মূল্যবান সম্পদ ধ্বংস করে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ২০ লাখ টাকা।’
চলমান আন্দোলনে মেয়র সম্পৃক্ততা ছিলেন এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘একটি মহল মিথ্যা তথ্যের মাধ্যমে আমার বিরুদ্ধে নানা কথা তুলেছে। যা ভিত্তিহীন। গোটা দেশে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে সংঘাত এবং প্রাণহানি হয়েছে, সেসব ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে প্রকৃত দায়ী ব্যাক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে- রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, সচিব জয়শ্রী রাণী রায় ও কয়েকজন কাউন্সিলর উপস্থিত ছিলেন।
আমিরুল/মাসুদ
- ২০ দিন আগে মাথায় গুলি নিয়েই মারা গেলেন জুলাই যোদ্ধা হৃদয়
- ৪ মাস আগে একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা হাফিজুলের বাবা
- ৬ মাস আগে ৮ গুলি শরীরে নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন সুজন
- ৮ মাস আগে ‘সন্তান হত্যার ভিডিও দেখা নরকসম কষ্টের’
- ৮ মাস আগে ‘দেশ স্বাধীন হবেই, প্রয়োজনে শহিদ হব’
- ৮ মাস আগে নিহত তাওহীদকে শহিদ স্বীকৃতি দিতে পরিবারের দাবি
- ৮ মাস আগে আবু সাঈদ হত্যা মামলা পিবিআইতে স্থানান্তর
- ৮ মাস আগে ফরিদপুরে গ্রেপ্তার ৬৫ জন জামিনে মুক্ত
- ৮ মাস আগে যবিপ্রবিতে বিবৃতি দিয়ে ‘গণপদত্যাগ’ করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা
- ৮ মাস আগে ফরিদপুরে আওয়ামী লীগ ও যুবলীগ কার্যালয়ে আগুন
- ৮ মাস আগে ধামরাইয়ে আন্দোলনকারী-আওয়ামী লীগের সংঘর্ষ, আহত ৭
- ৮ মাস আগে সরকারের পতন এখন সময়ের ব্যাপার: মিনু
- ৮ মাস আগে এক দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীরা
- ৮ মাস আগে ফরিদপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ২ ছাত্রলীগ নেতার পদত্যাগ
- ৮ মাস আগে ঝালকাঠিতে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, আহত ১৫