ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৯, ২৮ জুলাই ২০২৪  
গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিপন তালুকদার (১২) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুলাই) সকালে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের উত্তরপাড়া কুঞ্জুবন গ্রামে মারা যায় সে। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া শিপন রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য লাভলু তালুকদারের ছেলে। সে ৩ নং বাগান উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলো।

শিপনের বাবা লাভলু তালুকদার বলেন, ‘বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে খেলা করছিলো শিপন। খেলার সময় গাছে উঠে ডাল কাটার সময় পা পিছলে বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে যায় সে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় শিপন। কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিপনকে মৃত ঘোষণা করেন।’

আরো পড়ুন:

ওসি মুহাম্মদ ফিরোজ আলম বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়ার ঘটনায় কোনো অভিযোগ পাইনি।’

বাদল/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়