ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

অটোরিকশা ছিনতাইকালে ২ জনকে গণপিটুনি

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৯, ২৮ জুলাই ২০২৪  
অটোরিকশা ছিনতাইকালে ২ জনকে গণপিটুনি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে যাত্রীবেশে অটোরিকশা ছিনতাইকালে দুই জনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। রোববার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের সামনে তাদের মারধর করা হয়।

গণপিটুনিতে আহত ছিনতাইকারীরা হলেন- মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার কালিন্ধিপাড়ার নাঈম ভূঁইয়া (২০) এবং একই পৌরসভার গোপপাড়া এলাকার মো. রাকিব (২২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জ জেলার বক্তাবলী এলাকা থেকে মো. সিয়ামের অটোরিকশা ভাড়া করেন নাঈম ও রাকিব। দুপুরে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আব্দুল্লাপুরে রওনা দেন তারা। দুপুর ২ টার দিকে তারা আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের সামনে আসেন। সেখানে সিয়ামকে ধারালো অস্ত্র দেখিয়ে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তারা। এক পর্যায়ে ছিনতাইকারীদের সঙ্গে অটোরিকশা চালকের ধস্তাধস্তি হয়। এসময় সিয়াম চিৎকার করলে আশপাশের লোকজন এসে দুই ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দেন।

আরো পড়ুন:

টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোয়েব আলী বলেন, ‘মারধরে আহতদের উদ্ধার করে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের। দুই ছিনতাইকারীর বিরুদ্ধে টঙ্গীবাড়ী থানায় মামলা করা হয়েছে।’ 

রতন/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়