ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে উপজেলা জামায়াতের সাবেক আ‌মির‌ গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৮, ২৮ জুলাই ২০২৪  
গোপালগঞ্জে উপজেলা জামায়াতের সাবেক আ‌মির‌ গ্রেপ্তার

ফাইল ফটো

কোটা সংস্কার আন্দোলনে স‌হিংস ঘটনায় জ‌ড়িত থাকার সন্দেহে গোপালগঞ্জ সদর উপজেলা জামায়াতের সাবেক আমির‌ সমশের মোল্যাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৮ জুলাই) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, নাশকাতা ঠেকাতে সারা দেশের মতো জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসময় সদর উপজেলার উলপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে গোপালগঞ্জ সদর উপজেলা জামাতের সাবেক আ‌মির‌ সমশের মোল্যাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত সমশের মোল্যা কোটা সংস্কার আন্দোলনে স‌হিংস ঘটনায় জ‌ড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এছাড়া তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।

বাদল সাহা/সনি

সর্বশেষ

পাঠকপ্রিয়