ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

মোটরসাইকেল চুরির অভিযোগে পুলিশ সদস্য কারাগারে

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৮, ২৯ জুলাই ২০২৪   আপডেট: ০৯:২৩, ২৯ জুলাই ২০২৪
মোটরসাইকেল চুরির অভিযোগে পুলিশ সদস্য কারাগারে

পুলিশ সদস্য মোস্তফা কামাল (বামে) ও রাসেল (ডানে)

কুষ্টিয়া পুলিশ লাইনসে কর্মরত এক পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরির অভিযোগে দায়ের হওয়া মামলায় মোস্তফা কামাল নামে এক পুলিশ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২৮ জুলাই) দুপুরে আদালতে হাজিরা দিতে গেলে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কেরামত আলী তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, গত ২৫ মার্চ কুষ্টিয়া মডেল থানায় পুলিশ সদস্য আশানুর রহমান এ ঘটনায় মামলা করেন। মামলায় দুই পুলিশ সদস্যসহ ছয়জনকে আসামি করা হয়েছে। তার দুই দিন আগে এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

আরো পড়ুন:

আসামিরা হলেন- পুলিশ সদস্য জিল্লাল হোসেন ও মোস্তফা কামাল। অপর চারজন হলেন- ইব্রাহিম খলিল, রবিউল আলম সোহাগ, রাসেল হোসেন ও তিতাস হোসেন। পুলিশ সদস্যদের মধ্যে জিল্লাল হোসেন কুষ্টিয়া পুলিশ লাইনসে সাময়িক বরখাস্ত ও মোস্তফা কামাল কারাগারে আছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই সুলতান মাহমুদ বলেন, মোটরসাইকেল চুরির অভিযোগে করা মামলায় দুই পুলিশ সদস্যসহ ছয়জনকে আসামি করা হয়েছে। গত ২৪ মার্চ আসামি খলিল ও সোহাগকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তারা জামিনে আছেন। রোববার মামলার অপর দুই আসামি রাসেল ও মোস্তফা কামাল আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কাঞ্চন/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়