মিনিবাস চাপায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ফাইল ফটো
পঞ্চগড়ের আটোয়ারীতে মিনিবাস চাপায় আব্দুর রাজ্জাক (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২৮ জুলাই) বিকেলে আটোয়ারী-ঠাকুরগাঁও সড়কের গোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও থেকে মোটরসাইকেলযোগে আটোয়ারীর দিকে আসছিলেন আব্দুর রাজ্জাক। গোবিন্দপুর এলাকায় পৌঁছালে পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি মিনিবাস মোটরসাইকেলকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিঞা বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক মিনিবাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
নাঈম/কেআই