বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ফাইল ফটো
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রাকচাপায় তুহিন (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২৮ জুলাই) দিবাগত রাত ১০টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তুহিন নওগাঁর রানীনগর উপজেলার পারাইল গ্রামের ফকিরপাড়ার শিমুলের ছেলে। তিনি রাজমিস্ত্রির হেলপার হিসেবে কাজ করার সুবাদে বেশ কিছুদিন ধরে সান্তাহারে বসবাস করছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরিচিত এক ব্যক্তির মোটরসাইকেল নিয়ে রোববার রাতে খাবার খেতে যাচ্ছিলেন তুহিন। পথিমধ্যে হবীর মোড় এলাকায় পৌঁছালে বগুড়াগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী বলেন, নিহতের লাশ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি মামলা হয়েছে।
এনাম/কেআই