ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাতক্ষীরা সীমান্তে দুই কোটি টাকা মূল্যের সোনার বারসহ আটক ১

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৪, ২৯ জুলাই ২০২৪  
সাতক্ষীরা সীমান্তে দুই কোটি টাকা মূল্যের সোনার বারসহ আটক ১

সাতক্ষীরার ভা‌দিয়ালী সীমান্ত থেকে ৪টি সোনার বারসহ ইয়াকুব আলী (৫৩) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।

সোমবার (২৯ জুলাই) দুপুরে বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটা‌লিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট ক‌র্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে আজ সকালে তা‌কে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৮৯৫ গ্রাম। যার বর্তমান বাজারমূল্য ১ কোটি ৯৫ লাখ ৯ হাজার ২৫ টাকা।

আটক মো. ইয়াকুব আলী কলারোয়া উপজেলার রাজপুর গ্রা‌মের মৃত সাদেক আলী সরদারের ছেলে।

লেফটেন্যান্ট ক‌র্নেল মো. আশরাফুল হক জানান, বি‌জি‌বির মাদরা বিওপির এক‌টি দল ভোরে ভাদিয়ালী সীমা‌ন্তে অবস্থান নেয়। সকাল সোয়া ৬টার দি‌কে সেখান থেকে স‌ন্দেহজনকভা‌বে চলা‌ফেরা কর‌তে থাকা ইয়াকুব আলী‌কে আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশি ক‌রে কোমরে গামছার ম‌ধ্যে পেঁচানো অবস্থায় ৪টি সোনার বার পাওয়া যায়।

বিজিবি অধিনায়ক বলেন, আটক আসামি ইয়াকুব আলীকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

শাহীন/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়