ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

বজ্রপাত রোধে পাবনায় ৪০০ তালগাছের চারা রোপণ

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৩, ২৯ জুলাই ২০২৪  
বজ্রপাত রোধে পাবনায় ৪০০ তালগাছের চারা রোপণ

বজ্রপাত রোধে পাবনার সদর উপজেলার আতাইকুলায় ৪০০ তালগাছের চারা রোপণ করা হয়েছে। ২০২৩-২৪ অর্থ বছরে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ সব চারা রোপণ করা হয়।

সোমবার (২৯ জুলাই) দুপুরে পাবনা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আতাইকুলা ইউনিয়নের সাহারদিয়ার গ্রামীণ সড়কে চারা রোপণ করে।

চারা রোপণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপ-পরিচালক ড. জামাল উদ্দিন। এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাহানা পারভীন লাবনী, কৃষি সম্প্রসারণ অফিসার শৈলেন কুমার পাল, আতাইকুলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী খানসহ কৃষক ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাহানা পারভীন লাবনী বলেন, উপজেলা কৃষি বিভাগ ৪০০ তালগাছের চারা রোপণ করেছে। তালগাছভুক্ত এলাকার চারপাশ বজ্রপাত প্রতিরোধে ভূমিকা পালন করবে। তালগাছের চারা বড় হলে রাস্তার সৌন্দর্য বর্ধনসহ মানুষের কল্যাণেও আসবে বলে মনে করেন তিনি।

শাহীন/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়