ঢাকা     রোববার   ২৭ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৪ ১৪৩২

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৪, ২৯ জুলাই ২০২৪  
স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আসমা আক্তার (২৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল রোববার রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী এলাকা থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। সোমবার (২৯ জুলাই) লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) মর্গে পাঠানো হয়েছে। 

নিহত আসমা আক্তার আড়াউহাজার উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রী এলাকার শালু মিয়ার মেয়ে। অভিযুক্ত স্বামীর নাম আমজাদ হোসেন (৩০)। তিনি মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী এলাকার মৃত কবির হোসেনের ছেলে।

নিহতের স্বজনরা জানান, প্রায় ৭ বছর আগে আমজাদের সঙ্গে আসমার বিয়ে হয়। আমজাদ প্রায় যৌতুকের টাকার জন্য আসমাকে শারীরিক নির্যাতন ও হত্যার হুমকি দিচ্ছিলেন। ঈদুল আজহার পর আসমাকে মারধর করে যৌতুকের জন্য বাবার বাড়ি পাঠিয়ে দেন আমজাদ। বাবার বাড়ি থেকে দেড় লাখ টাকা এনে দেন আসমা। 

আরো পড়ুন:

রোববার রাতে আমজাদ ও তার পরিবারের লোকজন আসমাকে মারধর করে শ্বাসরোধে হত্যা করেন। ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর জন্য ঘরে এক পেকেট বিষাক্ত দ্রব্য (স্থানীয় ভাষায় কেড়ির বড়ি) এনে টেবিলের ওপর রেখে দেন তারা। বড়ির পেকেট ছিল অক্ষত। আমজাদের পরিবারের সদস্যরা লোকদেখানোর জন্য আসমাকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক আসমাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। আমজাদ আসমাকে ঢাকা মেডিক্যালে না নিয়ে নারায়ণগঞ্জ পপুলার হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আসমাকে মৃত ঘোষণা করেন। পরে আমজাদ ও তার পরিবারের লোকজন আসমার লাশ বাড়িতে রেখে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সোমবার সকালে নারায়ণগঞ্জ মর্গে পাঠায়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসানউল্লাহ বলেন, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাবা শালু মিয়া বাদী হয়ে থানায় আত্মাহত্যার প্ররোচণার একটি মামলা দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

অনিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়