ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কক্সবাজারে সাগরে ফিশিং ট্রলার ডুবি, নিখোঁজ ২

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৪, ২৯ জুলাই ২০২৪   আপডেট: ১৮:৩৩, ২৯ জুলাই ২০২৪
কক্সবাজারে সাগরে ফিশিং ট্রলার ডুবি, নিখোঁজ ২

ফাইল ফটো

কক্সবাজারে সাগরে মাছ শিকারে গিয়ে ঝড়ের কবলে পড়ে ‌‘এফবি মায়ের দোয়া’ নামে মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে। এসময় নিখোঁজ হন দুই জেলে। পরে আশপাশের ট্রলার এগিয়ে গিয়ে সাগরে ভাসমান অবস্থায় ২৫ জেলেকে উদ্ধার করে।

সোমবার (২৯ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ট্রলারের মালিক ও কক্সবাজার সমিতি পাড়া মহল্লা কমিটির সভাপতি এয়ার মোহাম্মদ ওরফে গুরা মিয়া।

আরো পড়ুন:

এয়ার মোহাম্মদ ওরফে গুরা মিয়া বলেন, ‘৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এবং আবহাওয়া পরিস্থিতি ভালো থাকায় আমার ট্রলার সমুদ্রে মাছ শিকারে যায়। হঠাৎ আবহাওয়া পরিস্থিতি খারাপ হতে থাকে। গত শুক্রবার রাতে সুমদ্রের গুলিরদার নামক পয়েন্টে ট্রলারটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। ৭ থেকে ৮ ঘণ্টা ধরে সাগরে ভাসতে থাকেন জেলেরা। পরে আশপাশে থাকা অন্য ট্রলার ঘটনাস্থলে পৌঁছে জেলেদের উদ্ধার করে। তবে এখনো দুই জেলে নিখোঁজ রয়েছেন।’ 

তিনি আরও বলেন, ‘উদ্ধারকৃত জেলেদের রোববার রাতে কক্সবাজার বন্দরে আনা হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। নিখোঁজদের উদ্ধার চেষ্টা চলছে।’

তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়