ঢাকা     রোববার   ২৭ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৪ ১৪৩২

মোটরসাইকেল নিয়ে বের হয়ে সড়কে প্রাণ গেলো দুই বন্ধুর

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১১, ৩০ জুলাই ২০২৪   আপডেট: ১১:১৪, ৩০ জুলাই ২০২৪
মোটরসাইকেল নিয়ে বের হয়ে সড়কে প্রাণ গেলো দুই বন্ধুর

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। সোমবার (২৯ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তেলিরচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকার শামিম কাজীর ছেলে মো. সিয়াম কাজী (১৮) ও তার বন্ধু সিরাজগঞ্জের শাহজাদপুর গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে রুবেল হোসেন (১৭)। তাদের মধ্যে সিয়াম কাজী স্থানীয় হলিমডেল পাবলিক স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়েছে। আর রুবেল দুই বছর আগে লেখাপড়া বাদ দিয়ে স্থানীয় একটি কারখানায় চাকরি করেন। 

স্থানীয়রা জানান, সিয়াম ও তার বন্ধু রুবেল মোটরসাইল নিয়ে সোমবার সন্ধ্যা ৭টার দিকে মৌচাক যাচ্ছিলেন। এ সময় পথে তেলিরচালা জেনারেল ফার্মাসিউটিক্যাল কারখানার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়ে। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে নিয়ে গেছে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন। 

তেলিরচালা হলিমডেল পাবলিক স্কুলের প্রধান শিক্ষক আব্দুল আজিজ জানান, নিহত দুইজনই তাদের স্কুলের শিক্ষার্থী ছিলেন। তবে রুবেল লেখাপড়া বাদ দিয়ে স্থানীয় একটি কারখানায় কাজ করতো। তারা দুইজন বন্ধু ছিলো। একসঙ্গে চলাফেরা করতো। 

নাওজোড় হাইওয়ে থানার ওসি শাহাদাত হোসেন জানান, উল্টোপথে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় দুইজনের মৃত্যুর খবর জানতে পেরেছি। তবে আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই নিহতদের স্বজনরা লাশ বাড়িতে নিয়ে গেছে। এছাড়া দুর্ঘটনার পর ট্রাকটিও পালিয়ে গেছে।

রেজাউল/ইমন 


সর্বশেষ

পাঠকপ্রিয়