ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নৈরাজ্য করে গ্রেপ্তারকৃতদের মামলায় না লড়ার ঘোষণা আইনজীবীদের

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০১, ৩০ জুলাই ২০২৪  
নৈরাজ্য করে গ্রেপ্তারকৃতদের মামলায় না লড়ার ঘোষণা আইনজীবীদের

নৈরাজ্য করে যারা গ্রেপ্তার হবে তাদের মামলায় না লড়ার ঘোষণা দিয়েছেন ময়মনসিংহের শতাধিক আইনজীবী।

মঙ্গলবার (৩০ জুলাই) সকালে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ময়মনসিংহ শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এ ঘোষণা দেন।

বিএনপি, জামায়াত শিবিরের ন্যাক্কার জনক ও লোমহর্ষক হত্যা, অগ্নি সন্ত্রাস, ভাঙচুরের প্রতিবাদে ও শান্তি প্রতিষ্ঠার লক্ষে জেলা পরিষদের বিপরীত দিকে শতাধিক আইনজীবী কালো ব্যাজ পড়ে মানববন্ধনে দাঁড়ান।
 
গতকাল (সোমবার) রাতে ১৪ দলের বৈঠকে জামায়াত-শিবির নিষিদ্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নৈরাজ্য করে যারা গ্রেপ্তার হবে তাদের পক্ষে আইনি লড়াই না করতেও অনুরোধ করেন আইনজীবীরা।
 
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক জালাল উদ্দিন, সদস্য সচিব আবুল কালাম মুহাম্মদ আজাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জ্যেষ্ঠ আইনজীবী কবীর উদ্দিন ভূইয়া প্রমূখ।

মিলন/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়