ঢাকা     শনিবার   ২৬ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৩ ১৪৩২

‘স্বপ্ন ছিলো লেখাপড়া শিখিয়ে ছেলেকে বড় কর্মকর্তা বানাবো’

বাদল সাহা, গোপালগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৯, ৩০ জুলাই ২০২৪   আপডেট: ১৫:১৫, ৩০ জুলাই ২০২৪
‘স্বপ্ন ছিলো লেখাপড়া শিখিয়ে ছেলেকে বড় কর্মকর্তা বানাবো’

পার হয়েছে মৃত্যুর ১২ দিন। কিন্তু সন্তান হারানোর ব্যথা ভুলতে পারছেন না কোটা সংস্কার আন্দোলনে গুলিতে নিহত ঢাকা ইমপেরিয়াল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. জিল্লুল শেখের মা-বাবা আর আত্মীয় স্বজন।

এখনো আহাজারি চলছে এ পরিবারে। মা-বাবা. দাদি, ভাইবোন আর আত্মীয় স্বজন ও এলাকাবাসীর কান্নায় ভারি হয়ে উঠছে আকাশ-বাতাস। 

নিহত মো. জিল্লুল শেখের গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি গ্রামে। 

১৮ জুলাই বৃহস্পতিবার ঢাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় জিল্লুল শেখ। রাতেই নিয়ে আসা হয় গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি গ্রামে।পরদিন সকালে কাঠি গ্রামের পঞ্চপল্লি ঈদগাহে জানাজা শেষে কাঠি কবরস্থানে দাফন করা হয়। 

নিহত শিক্ষার্থীর বাবা মো. হাসান শেখ জানান, তিনি সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে ২০ বছর আগে গোপালগঞ্জ ছেড়ে ঢাকায় পড়ি জমান। সেখানের মেরুল বাড্ডা এলাকার মাছের আড়তে শুরু করেন মাছের ব্যবসা। এর মধ্যে সংসারে আসে ৪ সন্তান। তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে ভর্তি করেন ভালো স্কুলে। ইচ্ছা আর স্বপ্ন ছিলো লেখাপড়া শিখিয়ে বড় কর্মকর্তা বানাবেন। কিন্তু তার সেই ইচ্ছা আর স্বপ্নে বড় ধাক্কা লাগে ১৮ জুলাই।

তিনি জানান, ওই দিন বৃহস্পতিবার মসজিদে নামাজ পড়তে যায় ছেলে জিল্লুল শেখ। নামাজ পড়া শেষে তার মোবাইলে ছেলের বন্ধুদের ম্যাসেজ আসে। এরপই বন্ধুদের সাথে আফতাব নগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে কোটা সংস্কার আন্দোলনে যোগ দেয় ঢাকা ইমপেরিয়াল কলেজের একাদশ শ্রেণির ছাত্র জিল্লুল শেখ। পরে জানতে পারেন তার ছেলে গুলিবিদ্ধ হয়েছে। হাসপাতালে গিয়ে দেখতে পান ছেলের রক্তাক্ত মরদেহ। বুকসহ শরীরের সামনের অংশ গুলিতে ছিল ঝাঁঝরা। ছেলের মৃত্যুর খবরে শোকে পাথর হয়ে আছেন মা। 

তিনি বলেন, আমার ৩ চাচা মুক্তিযুদ্ধ করেছে। তখন আমার বাবা তিন মুক্তিযোদ্ধা চাচার পরিবার চালিয়েছেন। তাহলে কি আমরা মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে পড়ি না?

বিচার চান কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কার কাছে বিচার চাইবো? কে আমাকে বিচার করে দিবে? আমি তোর আর আমার সন্তানকে কখনোই ফিরো পাবো না।

নিহতের ফুফু শিউলী বেগম বলেন, আমার ভাইপো তো কোন অন্যায় করেনি। সে যৌক্তিক আন্দোলন করেছিল। সে তো কোন রাজনীতি করে না তাহলে কেন তাকে এভাবে হত্যা করা হলো। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই।

/টিপু/


সর্বশেষ

পাঠকপ্রিয়