কোটা সংস্কার আন্দোলনে নিহত
৯ দিন পর কবর থেকে তোলা হলো পুলিশ কর্মকর্তার লাশ
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাতে নিহত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মাসুদ পারভেজ ভূঁইয়ার মরদেহ দাফনের ৯ দিন পর ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে কবর থেকে তার মরদেহ উত্তোলন করে মর্গে পাঠানো হয়। এর আগে গত ১৯ জুলাই রাজধানীর বনশ্রী এলাকায় নিহত হন মাসুদ পারভেজ ভূঁইয়া। এর একদিন পর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের কালান্দর গ্রামে নিজ বাড়িতে তাকে দাফন করা হয়।
নিহত মাসুদ পারভেজ ঈশ্বরগঞ্জের আঠারবাড়ী ইউনিয়নের কালান্দর গ্রামের মৃত আবদুল জব্বার ভূঁইয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জ পিবিআইয়ে পরিদর্শক হিসাবে কর্মরত ছিলেন।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজেদুর রহমান বলেন, পিবিআইয়ের একটি টিম কালান্দর গ্রামে এসে কবর থেকে ওই পুলিশ কর্মকর্তার মরদেহ উত্তোলন করে। এ সময় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, লাশ উত্তোলনের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়।
নিহত পুলিশ কর্মকর্তার স্ত্রী মেরিনা আক্তার জানান, কোটা সংস্কার আন্দোলনের সময় বিক্ষোভকারীরা নারায়ণগঞ্জে পিবিআই কার্যালয় পুড়িয়ে দিলে তর স্বামী বনশ্রী এলাকায় তাদের বাসায় চলে আসেন। ১৯ জুলাই মাগরিবের নামাজের পর তিনি বাসা থেকে বের হন। পরে স্বামীর মুঠোফোন থেকে অপরিচিত এক ব্যক্তির ফোনে জানতে পারেন, স্বামী রাস্তায় হামলার শিকার হয়েছেন।
মেরিনা বলেন, ‘কে বা কারা গুরুতর আহতাবস্থায় আমার স্বামীকে সড়কের পাশে ফেলে যান। পরে তাকে উদ্ধার করে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় বাদী হয়ে রাজধানীর খিলগাঁও থানায় মামলা করেছি।’
মিলন/কেআই
- ১ মাস আগে একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা হাফিজুলের বাবা
- ২ মাস আগে ৮ গুলি শরীরে নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন সুজন
- ৪ মাস আগে ‘সন্তান হত্যার ভিডিও দেখা নরকসম কষ্টের’
- ৪ মাস আগে ‘দেশ স্বাধীন হবেই, প্রয়োজনে শহিদ হব’
- ৪ মাস আগে নিহত তাওহীদকে শহিদ স্বীকৃতি দিতে পরিবারের দাবি
- ৫ মাস আগে আবু সাঈদ হত্যা মামলা পিবিআইতে স্থানান্তর
- ৫ মাস আগে ফরিদপুরে গ্রেপ্তার ৬৫ জন জামিনে মুক্ত
- ৫ মাস আগে যবিপ্রবিতে বিবৃতি দিয়ে ‘গণপদত্যাগ’ করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা
- ৫ মাস আগে ফরিদপুরে আওয়ামী লীগ ও যুবলীগ কার্যালয়ে আগুন
- ৫ মাস আগে ধামরাইয়ে আন্দোলনকারী-আওয়ামী লীগের সংঘর্ষ, আহত ৭
- ৫ মাস আগে সরকারের পতন এখন সময়ের ব্যাপার: মিনু
- ৫ মাস আগে এক দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে জাবি শিক্ষার্থীরা
- ৫ মাস আগে ফরিদপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ২ ছাত্রলীগ নেতার পদত্যাগ
- ৫ মাস আগে ঝালকাঠিতে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ, আহত ১৫
- ৫ মাস আগে অগ্নি সন্ত্রাসের বিচার দাবি হাবিপ্রবি শিক্ষকদের