ময়মনসিংহে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

ময়মনসিংহের তারাকান্দায় অটোরিকশায় বাসের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। বুধবার (৩১ জুলাই) সকাল ৭টার দিকে ফুলপুর-ময়মনসিংহ সড়কের কাকনি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার নলচাপড়া এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে সোহেল মিয়া (২৮) ও টেঙ্গুলিয়াকান্দা এলাকার মৃত আব্বাস আলীর ছেলে হারুনুর রশিদ (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বকশীগঞ্জ থেকে থেকে ছেড়ে আসা ঢাকাগামী জননী পরিবহনের একটি বাস তারাকান্দার কাকনি এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ ২ জন নিহত হন। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ডুকে যায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
তারাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব কুমার দাস বলেন, ‘মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতদের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
মিলন/কেআই